রুখে দাঁড়ালেন অধিনায়ক বিরাট কোহলি ও তাকে যোগ্য সঙ্গ দিলেন তার ডেপুটি অজিঙ্কা রাহানে। অস্ট্রেলিয়ার ৩২৬ রানের জবাবে পার্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষ ৩ উইকেটে ১৭২ রান তুলেছে ভারত। ক্রিজে হাফ-সেঞ্চুরি করে অপরাজিত আছেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। এখনও ১৫৪ রানে পিছিয়ে ভারত।
রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা মোটেই ভালো হয়নি। মাত্র ৮ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায় ভারত। এরপর প্রথমে চেতেশ্বর পূজারা এবং তারপর তার ডেপুটি রাহানেকে নিয়ে লড়াই চালিয়ে যান বিরাট। পার্থের গতি ও বাউন্স ভরা পিচে অজি বোলারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যান কোহলি ও রাহানে।
শনিবার দ্বিতীয় দিনের শেষে বিরাট ৮২ এবং রাহানে ৫১ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে অবিভক্ত জুটিতে ৯০ রান যোগ করেছেন তারা। প্রথমে পূজারার সঙ্গে তৃতীয় উইকেটে ৭৪ রান যোগ করেন বিরাট। পূজারা অবশ্য প্রত্যাশা জাগিয়েও ব্যর্থ। অ্যাডিলেড ওভালের নায়ক পার্থে ফিরলেন মাত্র ২৪ রানে। শুরুটা ভালো করেও মিচেল স্টার্কের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন পূজারা।
পূজারা ফিরে যাওয়ায় মাত্র ৮২ রানে ৩ উইকেট হারায় ভারত। সেখান থেকে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যায় বিরাট ও রাহানের দৃঢ়তা ও একাগ্রতা। স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স ও লায়নকে দারুণভাবে সামনে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান বিরাট-রাহানে। রবিবার সকালটা এই দু’জন কাটিয়ে দিতে পারলে ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে পারবে ভারত৷
টেস্ট ক্যারিয়ারে ১৭তম হাফ-সেঞ্চুরি করেন রাহানে। আর টেস্ট ক্যারিয়ারে ২৫ নম্বর সে়ঞ্চুরির দিকে এগোচ্ছেন কোহলি। ৮২ রানের ইনিংসে মাত্র ৯টি বাউন্ডারি মারেন বিরাট। ক্যাপ্টেন কোহলির ধৈর্যশীল ইনিংস ভারতকে ম্যাচে ফিরতে সাহয্য করে। ক্যাপ্টনকে যোগ্য সঙ্গত দেন রাহানে। দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরলী বিজয় অবশ্য চূড়ান্ত ব্যর্থ। ১২ বল খেলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন বিজয়। ডানহাতি তামিল ওপেনারের স্টাম্প ছিটকে দেন স্টার্ক। আর রাহুলের অবদান মাত্র ২। হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন কর্নাটকের ডানহাতি।
এর আগে ২৭৭ রানে ৬ উইকেট নিয়ে খেলতে নেমে স্কোরবোর্ডে মাত্র ৪৯ রান যোগ করে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। দ্বিতীয়দিনের প্রথম সেশনেই অলআউট হয়ে যায় অজিবাহিনী। এদিন ১৫ তম ওভারে কামিন্সকে উমেশ যাদব ফেরানোর পর আর দমিয়ে রাখা যায়নি ভারতীয় বোলারদের। দ্রুত বাকি তিন উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৩২৬ রানে দাঁড়ি টেনে দেন বিরাটের বোলারারা। ইশান্ত ৪টি এবং বুমরাহ, উমেশ এবং বিহারী ২টি করে উইকেট তুলে নেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত