যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণের জন্য চার ফুটবলারকে ব্রাজিলে পাঠানো হচ্ছে। গত ডিসেম্বরে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ ১৭)’ সম্পন্ন করা হয়েছে। নির্বাচিত ৪২ জন খেলোয়াড়কে বর্তমানে বিকেএসপিতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টি মসিউর রহমান রাঙ্গার লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জাতীয় পার্টির আবু হোসেন বাবলার অপর প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-৪ আসন এলাকায় সরকারি কোনো খাস জমি পাওয়া গেলে এবং এ বিষয়ে প্রস্তাব পাওয়া গেলে আধুনিক মাঠ ও মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম