যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান এহসান মানি। জানিয়ে দিলেন, বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক থাকবেন সরফরাজ আহমেদই।
গত মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রোটিয়া অলরাউন্ডার অ্যান্ডিল ফুলাকোয়ের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন সরফরাজ। পরে তিনি ক্ষমাও চান। আইসিসি তাকে চার ম্যাচের জন্য নির্বাসিত করে। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড সরফরাজকে পাকিস্তানে ফেরার নির্দেশ দেয়। তার পরিবর্তে অধিনায়ক হয় শোয়েব মালিককে।
সরফরাজ আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন মার্চের শেষে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে। এরপরই পাক ক্রিকেটে জল্পনা শুরু হয়। সরফরাজকে হয়ত বিশ্বকাপে অধিনায়ক নাও রাখা হতে পারে। এই জল্পনায় মঙ্গলবার পানি ঢেলে দিলেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি।
তিনি জানান, ‘সরফরাজ পাকিস্তান দলের অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ও বিশ্বকাপে সরফরাজই থাকবে অধিনায়ক। পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতিতে সরফরাজ গুরুত্বপূর্ণ অংশ। ও নিজেকে প্রমাণ করেছে। ২০১৭ সালে সরফরাজের নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল দল।’
এদিকে, সরফরাজ আহমেদ বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেব। যা সম্মানের। অনেক বিখ্যাত পাক ক্রিকেটাররা এই সম্মান পেয়েছে। বিশ্বকাপে ভাল খেলার চেষ্টা থাকবে।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর