শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে দারুণ ছন্দে ছিলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ফলাফলটাও পেয়ে গেলেন হাতেনাতেই। আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন এই পেসার। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো করে ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৪ উইকেট নিয়েছেন ২৫ বছর বয়সি ডানহাতি পেসার কামিন্স। ফলে মঙ্গলবার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে জেমস অ্যান্ডারসনকে টপকে দুইয়ে উঠেছেন কামিন্স।
অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে জেতা দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নেওয়া হোল্ডার আছেন ছয় নম্বরে। চার ধাপ এগিয়ে হোল্ডারের পয়েন্ট এখন ৭৭৮।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ