সিরিয়া ইস্যুতে ইসরায়েলকে হুঁশিয়ার করল ইরান। আকাশসীমা লঙ্ঘন করে সিরিয়ার নতুন করে কোনো ধরনের হামলা না চালাতে ইসরায়েলকে সতর্ক করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানী।
তেহরানে মঙ্গলবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মোয়ালেমের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। ইসরায়েল এ ধরনের ধৃষ্টতা অব্যাহত রাখলে এর দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।
ইহুদিবাদী দেশটিতে আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে সিরিয়ায় হামলা জোরদার করেছে। খবর সংবাদ সংস্থা ফার্সের।
উল্লেখ্য, সিরিয়ায় জঙ্গিগোষ্ঠীকে মদদ দিতে বাশার আল-আসাদের অনুগত সরকারি বাহিনী এবং ইরানের সেনাঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে সিরিয়ায় হামলা চালিয়ে আসছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ