রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ম্যাচে লিওনেল মেসিকে পাওয়া নিয়ে ওঠা প্রশ্নে ইতিবাচক উত্তর দিতে পারেননি বার্সলোনার কোচ আরনেস্তো ভালভেরদে। চোট পাওয়া আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে নিয়ে তিনি আছেন অনিশ্চয়তায়।
আর্জেন্টাইন মহাতারকা স্কোয়াডে থাকলেও একাদশে থাকার বিষয়ে বার্সেলোনার কোচ ভালভার্দে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ব্যাপারে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
বাংলাদেশ সময় আজ বুধবার রাত ২টায় ক্যাম্প ন্যুতে স্প্যানিশ কোপা ক্লাসিকোর প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। এর আগে এ মৌসুমে লা লিগার প্রথম ক্লাসিকোতেও ইনজুরির কারণে দলে ছিলেন না লিওনেল মেসি। এবারও সেই ইনজুরি তাড়া করছে এই আর্জেন্টাইনকে। তবে মঙ্গলবার তাকে অনুশীলনে ফিরতে দেখা গেছে।
দেশটির গণমাধ্যমও মেসির থাকা না থাকা প্রশ্নে ভিন্ন ভিন্ন খবর দিয়েছে। তাই দলের কোচ ভালভার্দে বলেন, শেষমুহূর্ত পর্যন্তই অপেক্ষা করতে হচ্ছে মেসি ভক্তদের।
বিডি প্রতিদিন/এনায়েত করিম