সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তবে সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে মোহাম্মদ আমির ও শাদাব খানদের দুর্দান্ত বোলিংয়ে ২৭ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তান।
সেঞ্চুরিয়নে টসে হেরে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। দলের হয়ে কেউ স্কোর বড় করতে না পারলেও প্রায় সবাই ভূমিকা রাখেন। সর্বোচ্চ ২৬ রান করেন মোহাম্মদ রিজওয়ান। আসিফ আলী ২৫ ও বাবর আজমের ব্যাট থেকে আসে ২৩ রান। শেষ দিকে শাদাব ১২ বলে ৩টি ছক্কায় ২২ করলে সংগ্রহ বড় হয় পাকিস্তানের।
প্রোটিয়া বোলারদের মধ্যে বিউরান হেনড্রিক্স দুর্দান্ত বল করে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪টি উইকেট পান। এছাড়া ক্রিস মরিস ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে আমির, শাদাব ও ফাহিম আশরাফের বোলিংয়ের সামনে ৯ উইকেট হারিয়ে ১৪১ করতে পারে স্বাগতিকরা। ক্রিস মরিস ৫৫ রান করে অপরাজিত থাকেন। ৪১ করেন রাসি হেন ডার ডুসেন।
আমির ৩টি ও দুটি করে উইকেট পান শাদাব ও ফাহিম।
অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরা হন শাদাব। তবে পুরো সিরিজে দুর্দান্ত খেলা প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার সিরিজ সেরা হন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম