স্প্যানিশ জায়ান্ট রিয়াল মদ্রিদে ইডেন হ্যাজার্ডের যোগ দেওয়া নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। রাশিয়া বিশ্বকাপ শেষে হ্যাজার্ড জানিয়েছিলেন, চেলসি ছাড়তে চান। তারপর থেকেই বার বার সামনে এসেছে রিয়াল মাদ্রিদের নাম। আর এসবের মধ্যেই নিজের ভবিষ্যৎ ঠিক করে ফেলার কথা জানালেন বেলজিয়ান এই তারকা। সেই সিদ্ধান্তটা কী বা স্ট্যামফোর্ড ছেড়ে কোথায় যাচ্ছেন সেটা অবশ্য এখনো স্পষ্ট করেননি।
এক সাক্ষাতকারে হ্যাজার্ড বলেছেন, ‘আমি জানি, আসলে আমি কি করতে যাচ্ছি। এই ব্যাপারে আমি সিদ্ধান্তও নিয়ে ফেলেছি।’ তবে এর বাইরে আর কোনো শব্দ আপাতত বলেননি তিনি।
রিয়াল ও তাকে জড়িয়ে যতবারই খবর বের হয়েছে, কোনবারই তার অস্বীকার করেননি হ্যাজার্ড। সম্প্রতি তাকে প্রশ্ন করা হয়েছিল, চেলসি ছেড়ে কোথাও গেলে বার্নাব্যু কী আপনার পছন্দে থাকবে? এক শব্দে হ্যাজার্ডের উত্তর ছিল, ‘কেন নয়’।
উল্লেখ্য, চেলসির সঙ্গে এখনো ১৮ মাসের চুক্তি আছে ২৮ বছরের হ্যাজার্ডের। সেটা ২০২০ সালের পর আর বাড়াবেন কিনা পরিষ্কার নয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ