বিশ্বকাপের নকআউট পর্বে বার বার হেরে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার গায়ে লেগেছে ‘চোকার্স’ ট্যাগ। কিন্তু এই প্রজন্মের তরুণ তুর্কি প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদি মনে করছেন আসন্ন বিশ্বকাপে এই চোকার্স ট্যাগ তাদের দলগত পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে না।
তিনি বলেন, ‘দল হিসেবে দক্ষিণ আফ্রিকাকে কিন্তু চোকার্স মনে হচ্ছে না। প্রত্যেক দলই নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলতে চায়। প্রত্যেকটা আন্তর্জাতিক দলই কিন্তু ভালো ক্রিকেট খেলে ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামে। কেউ-ই সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হারতে চায় না। সেমিফাইনালের মতো ম্যাচ জেতা অবশ্যই কঠিন কাজ। যদিও আমরা অতীতে সেমিফাইনাল জিততে পারিনি। কিন্তু এবার আর সেটা হবে না। আমাদের কিন্তু আমরা চোকার্স বলি না। মানুষ বলে। সুতরাং আমি বলব এই ট্যাগ আমাদের উপর কোনো প্রভাব ফেলবে না।’
তিনি আরও বলেন, ‘আমাদের ক্রিকেট দল আগে কখনো বিশ্বকাপ জিততে পারেনি। সুতরাং আমরা ক্লিন শিট নিয়েই বিশ্বকাপে খেলতে যাব। আমাদের হারানোর কিছু নেই। কিন্তু পাওয়ার আছে অনেক কিছু।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ