টি-টোয়েন্টিতে ক্রিকেটে ‘ছক্কার সেঞ্চুরি’ করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। ওয়েলিংটনের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডের এ রেকর্ড গড়েন রোহিত।
নিউজিল্যান্ডের করা ১৫৮ রানের লক্ষ্যে ৯৮ ছক্কা নিয়ে ব্যাট করতে নামেন রোহিত শর্মা। তৃতীয় ওভারের প্রথম বলেই লকি ফার্গুসনকে মিড উইকেটে উড়িয়ে পৌঁছে যান ৯৯’তে। সেঞ্চুরির অপেক্ষাটা বেশি না বাড়িয়ে পরের ওভারে চতুর্থ বলে স্কট কুলেনকে উড়িয়ে মারেন ফাইন লেগে, করে ফেলেন টি-টোয়েন্টি ক্রিকেটে ‘ছক্কার সেঞ্চুরি’।
বড় বড় শট ও ছক্কার ঝড় তুলতে পারেন দেখে ভক্ত-সমর্থকরা তাকে ডেকে থাকেন রো’হিট’ম্যান নামে। নিজের এই নামের প্রতি সুবিচার করে আক অকল্যান্ডে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে বিশ ওভারের ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।
ম্যাচে ৩ চার ও ৪ ছক্কার মারে ২৯ বলে ৫০ রান করেছেন রোহিত। আউট হওয়ার পর টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার ছক্কার সংখ্যা ১০২। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার তালিকায় রয়েছে ক্রিস গেইল।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ৪ নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা। পেছনে ফেলে দিয়েছেন সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়াও ২০১৬ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার ডাবল সেঞ্চুরিও করে ফেলেছেন রোহিত।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে এনেছে ভারত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন