ব্রাজিলের অন্যতম বড় ফুটবল ক্লাব ফ্লামেঙ্গোর যুব দলের অনুশীলন কেন্দ্রের কাছে ডরমিটরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। রাজধানী রিও ডি জেনিরোতে ক্লাবটির অনুশীলন মাঠ নিনহো ডি উরুবুতে ওই অগ্নিকাণ্ডে আরও ৩ জন আহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যম সূত্রে বিবিসি জানিয়েছে, নিহত সবাই যুব অ্যাথলেট। তাৎক্ষণিকভাবে কারও পরিচয় পাওয়া যায়নি। তবে ডরমেটরিতে যেসব খেলোয়াড় থাকে তাদের সবার বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
জি-ওয়ান নিউজের খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। দুই ঘণ্টারও বেশি সময় পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম