ফুলহ্যামের বিরুদ্ধে পল পোগবার জোড়া গোলে অ্যাওয়ে ম্যাচে ৩-০ ব্যবধানে দুরন্ত জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। আর এই জয়ের সুবাদে প্রিমিয়র লিগের পয়েন্ট টেবিলে চেলসিকে টপকে চার নম্বরে উঠে আসে ম্যান ইউ। ম্যাচে রেড ডেভিলসদের হয়ে অপর গোলটি করেন অ্যান্থনি মার্শাল।
অন্তর্বর্তীকালীন কোচ ওলে গানার সোল্কজায়েরের প্রশিক্ষণে এই নিয়ে এগারোটি ম্যাচে মাঠে নামল ম্যাঞ্চেস্টার। যার মধ্যে দশটিতে জয় তুলে নিয়েছে ইউনাইটেড। একটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ নতুন কোচের অধীনে এখনও পর্যন্ত অপরাজিত রইল ম্যান ইউ।
বিডি প্রতিদিন/এ মজুমদার