মৌসুমে লিগ ওয়ানে রবিবার বোর্দোকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। নিজেদের মাঠে ৪২ মিনিটে পেনাল্টি থেকে দলের জয়সূচক গোলটা করেন এডিনসন কাভানি। তবে জয়ের রাতে পিএসজির জন্য দুঃসংবাদ হয়ে এনেছেন কাভানিই। ঊরুতে চোট নিয়ে মাঠ ছাড়েন উরুগুইয়ান স্ট্রাইকার।
ম্যাচের পর কাভানির চোট নিয়ে পিএসজি কোচ বলেছেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে। আমার কাছে কোনো ভালো খবর নেই। সত্যি বলতে আমি জানি না কাভানি খেলতে পারবে কি না। এটা চিন্তার বিষয়। আমাদের যেমন আরেকজন নেইমার নেই, তেমনি আরেকজন কাভানিও নেই।’
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে কাভানির খেলা তাই অনিশ্চিত হয়ে পড়েছে। এর আগে গত মাসের শেষ দিকে পায়ের মেটাটারসাল হাড় ভেঙে আড়াই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন নেইমার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ