অসম্ভবকে যেন সম্ভব করে তুললেন অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলার রিলি মেরেডিথ। বিগ ব্যাশ লিগে ৮-১০ নয়, এক্কেবারে ১৭ রান দিয়ে দিলেন তিনি। তাও আবার মাত্র একটি বলেই।
গত বৃহস্পতিবার হোবার্ট হ্যারিকেন্স বনাম মেলবোর্ন রেনেগেডসের এক ম্যাচে ঘটেছে বিচিত্র এ কাণ্ড। ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে মেলবোর্ন। প্রতিপক্ষ হোবার্ট হ্যারিকেন্সের হয়ে প্রথম ওভার করেন রাইলি মেরেডিথ। তার প্রথম বল থেকেই আসে ১৭ রান। ওই ওভার থেকে মেলবোর্ন তোলে ২৩ রান। ৮ রানই এসেছে ওয়াইড আর নো বল থেকে। পাঁচটি ওয়াইড ও তিনটি নো বল করেন রাইলি।
রাইলির প্রথম বলটি নো হয় (এক রান)। পরেরটা ছিল ওয়াইড বল। উইকেটকিপার বল ধরতে পারেননি। বল বাউন্ডারি লাইন অতিক্রম করে। সেই ডেলিভারি থেকে আসে পাঁচ রান। পরের বলটি আবার নো ও বাউন্ডারি (পাঁচ রান)। তার পরের ডেলিভারিটিও নো বল এবং বাউন্ডারি (পাঁচ রান)। শেষে তিনি একটি ইয়র্কার দেন। তা থেকে আসে এক রান।
রাইলির সেই ভয়ঙ্কর ডেলিভারি মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে শুরুটা অত্যন্ত খারাপ হলেও শেষমেশ রাইলির দল হোবার্ট হ্যারিকেন্সই জিতেছে। ম্যাচে তিন ওভার বল করে ৪৩ রান দেন রাইলি।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত