কঠিন সফর। ঘরের মাঠে টেস্ট সিরিজে হারতে হয়েছে। একদিনের সিরিজেও হার। টি-২০ সিরিজ ড্র করতে পেরেছে অস্ট্রেলিয়া। এবার তারা আসছে ভারত সফরে। খেলবে দু'টি টি-২০ ও পাঁচটি একদিনের ম্যাচ।
আগামী ২৪ ফেব্রুয়ারি সফর শুরু হবে টি-২০ ম্যাচ দিয়ে। ঘরের মাটিতে ভারতকে হারানো যে কতটা কঠিন তা জানেন অজি ক্রিকেটাররা। তবুও তারা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন বিরাটদের। অন্তত নাথান লায়ন তো এমন কথাই বলে ফেললেন।
অজি অফস্পিনার বলেছেন, ‘বিশ্বকাপের আগে সাদা বলে যত খেলব। তত প্রস্তুতি ভাল হবে। তাই ভারত সফরটা উপভোগ করতে চাই। আমাদের প্রস্তুতিটা ঠিকঠাক হওয়া দরকার। কারণ অন্যতম সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমরা চ্যালেঞ্জটা নিচ্ছি। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। আশা করব তারা সুযোগটা কাজে লাগাবে।’
ভারত সফর অস্ট্রেলিয়ার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বকাপের চূড়ান্ত দল তৈরির আগে নির্বাচকরা সবাইকে দেখে নিতে চান। কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেই দিয়েছেন, ভারত সফরে যে দল যাচ্ছে, সেটা কিন্তু বিশ্বকাপের দল নয়।
লায়ন অবশ্য বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘বিগ ব্যাশে পারফর্ম করছি। এবার ভারত সফরে যাওয়ার পালা। দলে আমার ভূমিকা সম্পর্কে ওয়াকিবহাল রয়েছি। সেরাটা দিতে হবে। বাকিটা নির্বাচকদের ব্যাপার।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর