ইংলিশ প্রিমিয়ার লিগে সার্জিও আগুয়েরোর রেকর্ড গড়া হ্যাটট্রিকে চেলসিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। চেলসির জালে গোল উৎসব করে প্রথম পর্বে হারের মধুর প্রতিশোধ নিয়েছে সিটি।
রবিবার ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে দলের হয়ে জোড়া গোল করেন রাহিম স্টারলিং। আর একটি গোল করেন এলকায় গুন্দোগান। এ জয়ের ফলে লিভারপুলকে হটিয়ে ফের শীর্ষে চলে এলো পেপ গার্দিওলার দল।
এর আগে গত ডিসেম্বরে লিগের প্রথম পর্বে চেলসির মাঠে ২-০ গোলে হেরেছিল পেপ গুয়ার্দিওলার দল। সেটাই ছিল এবারের লিগে দলটির প্রথম পরাজয়।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে সিটি। এরই ধারাবাহিকতায় খেলার মাত্র ৪ মিনিটেই লিড পেয়ে যায় দলটি। বেনার্দো সিলভার ফ্রি-কিক থেকে বল পেয়ে গোল করেন স্টারলিং।
১৩ মিনিটে ব্যবধান বাড়ান আগুয়েরো। ২৫ গজ দূর থেকে জোরালো শটে গোলটি করেন তিনি। ৬ মিনিট পরেই নিজের জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলে গোলটি পান তিনি।
বিরতির বেশ আগেই ৪ গোলের লিড পায় স্বাগতিকরা। ২৫ মিনিটে জার্মান তারকা গুন্দোগান দলের হয়ে এক হালি পূর্ণ করেন।
বিরতির পর এগিয়ে যেতে সময় নেয়নি সিটি। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আগুয়েরো। প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ১১টি হ্যাটট্রিক করার যে কীর্তি এতোদিন আলান শিয়েরার ছিল, সেই রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন তারকা।
৮০ মিনিটে চেলসির কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের জোড়া গোল পূর্ণ করেন স্টারলিং।
লিগে ২৭ ম্যাচে ২১ জয় ও দুই ড্রয়ে শীর্ষে ফেরা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৫। এক ম্যাচ কম খেলা লিভারপুলেরও পয়েন্ট সমান ৬৫। তবে ক্লপের দল দ্বিতীয় স্থানে। টটেনহ্যাম হটস্পার ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ম্যানচেস্টার ইউনাইটেড ৫১ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। এছাড়া আর্সেনাল ৫০ পয়েন্ট নিয়ে উঠেছে পঞ্চম স্থানে। সমান পয়েন্ট নিয়ে এক ধাপ নেমে ষষ্ঠ স্থানে আছে চেলসি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন