মার্চের ২২ তারিখ থেকে শুরু করে ৩১ তারিখ পর্যন্ত আরব আমিরাতের মাটিতে পাঁচটি ওয়ানডে খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এদিকে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের এক বছরের শাস্তি শেষ হচ্ছে চলতি বছরের ২৯ মার্চ। সব কিছু ঠিকঠাক থাকলে সেদিনই আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামতে পারেন এই দুই অজি তারকা ক্রিকেটার। কিন্তু তাদের সামনে প্রধান বাধা ফিটনেস।
সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে ২২, ২৪ ও ২৭ মার্চ। নিষেধাজ্ঞা শেষ না হওয়ায় এই তিন ম্যাচে খেলতে পারবেন না স্মিথ ও ওয়ার্নার। তবে ২৯ মার্চ মাঠে নামার সম্পূর্ণ অনুমতি দিয়ে রেখেছে। কিন্তু তাদের মাঠে নামার সামনে প্রধান বাধা হয়ে আছে তাদের সম্পূর্ণ ফিটনেস। স্মিথ ও ওয়ার্নার দুজনেই আছেন ইনজুরিতে।
অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার এক প্রকার ঘোষণা দিয়েই রেখেছেন দুজনকেই দলে চান তিনি, তবে যদি তারা ফিট থাকেন। ল্যাঙ্গার বলেন, ‘আসলে দেখার বিষয় নিষেধাজ্ঞা শেষ করে তারা দুজন কতগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে। তবে আমি নিশ্চিত তারা দলে সুযোগ পাবে। আমরা তাদের পর্যাপ্ত খেলার সুযোগ দিতে পারব। তাদের খেলা থেকে কেউ আর বিরত রাখতে পারবে না। দলে তারা আসবেনই। আমরা তাদের মতো দুজন বড় মাপের খেলোয়াড় নিয়ে কথা বলছি। তারা কেবল দুজন ভালো খেলোয়াড়ই নয়, বড় মাপের খেলোয়াড় এবং সেটা পরীক্ষিত। তাদের বিশ্বকাপের দলে না রাখাটা আমার মনে হয় পাগলামি হবে।’
তিনি আরও বলেন, ‘তবে প্রথমে আমাদের দেখতে হবে যে তাদের ইনজুরির সমস্যার কী অবস্থা। আশা করছি দলে ফেরার পর তারা আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে। তাদের ইনজুরির অবস্থা দেখে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিবে। এখন আমাদের অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত কী হয় সেটা দেখতে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ