দারুণ ছন্দে আছে নিউজিল্যান্ড। হ্যামিল্টনের সেডন পার্কে রবিবার বড় স্কোর গড়ে ভারতকে হারায় তারা। পাশাপাশি সিরিজটিও নিজেদের করে নেয় স্বাগতিকরা। তবে দল হারার সঙ্গে সঙ্গে ভারতের দুই শক্তি হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া গড়ের লজ্জার এক রেকর্ড।
এদিন নিউজিল্যান্ডের ২১২ রানের স্কোরের বেশিরভাগ ঝড়ই গেছে দুই পান্ডিয়ার উপর দিয়ে। কোন উইকেট না পেয়ে ৪ ওভারে ৫৪ রান দেন ক্রুনাল। অপর ভাই হার্দিক ৪ ওভারে দেন ৪৪ রান, তিনিও কোন উইকেট পাননি। আর তাতেই লজ্জার এক রেকর্ডের তালিকায় শীর্ষ দুইয়ে উঠে গেলেন পান্ডিয়া ভাইয়েরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে মোট ১৩১ রান দেন হার্দিক। দ্বিপাক্ষীক কোনো টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় কোনো বোলারের দেওয়া সবচেয়ে বেশি রানের রেকর্ড এটি। এ তালিকায় হার্দিকের পরই আছেন ক্রুনাল। তিনি দিয়েছেন ১১৯ রান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ