ক্যানসার সচেতনতার প্রচারে গোলাপি টেস্ট থেকে গোলাপি ওডিআই কিংবা গোলাপি টি-টোয়েন্টিও হয়ে থাকে। এবার ২০১৯ সালে আইপিএলের সব ম্যাচেও গোলাপি জার্সি পরে মাঠে নামবে একটি ফ্র্যাঞ্চাইজি দল। তবে কোন ক্যানসার সচেতনতার প্রচার নয়। শহরের নামেই জার্সির এমন রঙ হতে চলেছে তাদের।
'মিট দ্য পিঙ্ক ডায়মন্ডস অফ ক্রিকেট! মিট দ্য নিউ রাজস্থান রয়্যালস'- এভাবেই আসন্ন আইপিএলের আগে রাজস্থান দলকে তুলে ধরা হল। কারণ এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গোলাপি জার্সি গায়েই মাঠে নামবেন অজিঙ্কে রাহানে, বেন স্টোকসরা।
গত মৌসুমে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে গোলাপি জার্সি পড়ে মাঠে নেমে ইতিবাচক সাড়া মিলেছিল। তাই এবার এমন সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি। সেই সঙ্গে ভুলে গেলে চলবে না রাজস্যানের জয়পুরকে যে পিঙ্ক সিটি বলা হয়, সেই দিকটাও মাথায় রেখেছেন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
সেই সঙ্গে দলের মেন্টর কাম ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন প্রথম আইপিএলজয়ী অধিনায়ক অজি কিংবদন্তি শেন ওয়ার্ন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ