ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করলেও ক্যাপ্টেন কোহলিকে কৌশলী অধিনায়ক বলতে নারাজ অজি কিংবদন্তি শেন ওয়ার্ন। ওয়ার্ন জানান, বিরাট দলের সেরা নেতা হতে পারেন, কিন্তু কৌশলের বিচারে সেরা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং অস্ট্রেলিয়ার টিম পেইন।
শেন ওয়ার্নের মতে, ক্যাপ্টেন্সি এবং লিডার অব দ্য টিম- প্রত্যেকের মধ্যে পার্থক্য রয়েছে। এই বিচারে বিরাট কোহলিকে দলের সেরা নেতা হিসেবেই বেছে নিযেছেন ওয়ার্ন। অজি কিংবদন্তি জানান, "এই মুহূর্তে বিরাট কোহলি বেস্ট লিডার অব দ্য টিম। আমি বিরাট কোহলির বড় ভক্ত। ও বড় ক্রিকেটার। সে দলকেও ভালোভাবে নেতৃত্ব দেয়।"
এরপরই শেন ওয়ার্নের সংযোজন, কৌশলের দিক থেকে বিরাটকে আলাদা করা সহজ। আমার মনে হয় টিম পেইন আর নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন দুজনেই কৌশলগত ভাবে বেশ ভাল। সুতরাং সেরা অধিনায়ককে এটা বলা খুব কঠিন।"
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর