Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:৩৪

দিনাজপুরে ভলিবল লীগের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ভলিবল লীগের উদ্বোধন

দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভলিবল লীগ-২০১৯ উদ্বোধন করা হয়েছে। ভলিবল লীগে ১৫টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় অংশ নেন ভলিবল ফ্রেন্ডস বনাম ভলিবল পয়েন্ট। খেলায় ২-১ সেটে ভলিবল পয়েন্টকে হারিয়ে বিজয়ী হন ভলিবল ফ্রেন্ডস দল।

উদ্বোধন শেষে খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। মনোমুদ্ধকর উদ্বোধনী ভলিবল খেলাটি দেখতে প্রচুর সংখ্যক দর্শক ভিড় জমান। 

আয়োজকরা জানান, ভলিবল লীগ-২০১৯ এ ক, খ, গ এবং ঘ চারটি গ্রুপে মোট ১৫টি দল অংশগ্রহণ করেছে। দল গুলো হচ্ছে- ক গ্রুপে- ভলিবল ওয়ারিয়স, ডেস্ট্রয়ার ক্লাব, ভলিবল ফ্রেন্ডস। খ গ্রুপে- বীর উত্তর শহীদ ক্যাপ্টেন মাহবুবুর স্মৃতি সংসদ, ভলিবল একাডেমি, উত্তরণ ক্লাব, বৈশাখী ইউনাইটেড।  গ গ্রুপে- জিমন্যাস্টিক ক্লাব, মিশনরোড স্পোর্টিং ক্লাব, ভবিবল পয়েন্ট, দুর্বার সংঘ এবং ঘ গ্রুপে- তরুণ সংঘ, দিনাজপুর ইন্সটিটিউট, কসমস ক্লাব, সেভেন স্টার ক্লাব।

সোমবার বিকেলে দিনাজপুর বড় ময়দানের স্পোর্টস ভিলেজে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে ভলিবল লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মাহমুদুল আলম।

জেলা ক্রীড়া সংস্থার ভলিবল উপ-কমিটির আহবায়ক সমীরন ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, আজিজুর রহমান। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।

এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক চিত্ত ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মতিউর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, ভলিবল উপ-কমিটির সদস্য সচিব মো. নওশাদ ইকবাল কলিন্স, সদস্য প্রশান্ত কুমার অরুন, আনিস হোসেন দুলাল, আনোয়ারুল ইসলাম, মিজানুর রহমান পাটোয়ারী বাবু, আনোয়ারুল ইসলাম সুমি, আসলামুর রহমান মাহবুব প্রমুখ। 

বিডি প্রতিদিন/এ মজুমদার


আপনার মন্তব্য