লায়ন-ফিঞ্চ-খাজা-স্টয়নিসদের মতো পারফর্মার সতীর্থদের পেছনে ফেলে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন প্যাট কামিন্স। এ পেসার প্রথমবারের মতো হাতে তুললেন বর্ষসেরার খেতাব ‘অ্যালান বোর্ডার মেডেল’।
মিচেল জনসনের পর প্রথম কোনো পেসার হিসেবে, আর স্টিভেন স্মিথের পর সবচেয়ে কম বয়সে এ পুরস্কার হাতে তুললেন তিনি।
সোমবার (১১ ফেব্রুয়ারি) বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে। ১৫৬ ভোট পেয়ে এবারের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে ‘অ্যালান বোর্ডার মেডেল’ জিতে নিয়েছেন কামিন্স। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পাওয়া নাথান লায়নের চেয়ে ৬ ভোট বেশি পেয়েছেন এই ফাস্ট বোলার। এদিকে বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার ‘বেলিন্ডা ক্লার্ক’ গেছে অ্যালিসা হিলির ঝুলিতে।
ভোটের জন্য বেছে নেওয়া গত ১২ মাসে ২৫.৬১ গড়ে ৪৪ উইকেট দখল করেছেন কামিন্স। তবে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সেরা পারফর্মার হলেও তা এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল