বিশ্বকাপ মিশনের আগে অস্ট্রেলিয়ার সামনে এখন ভারত সফর। যে সফর শুরু হচ্ছে ২৪ ফেব্রুয়ারি থেকে। থাকছে দু’টি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ম্যাচ। আর গুরুত্বপূর্ণ এই সফরকে নিয়ে অঙ্ক কষা শুরু করে দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা।
সোমবার ছিল অস্ট্রেলিয়ার বার্ষিক পুরস্কার অনুষ্ঠানের দিন। যেখানে উসমান খাজা বলেন, ‘‘ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে যে ওয়ানডে সিরিজটা খেললাম আমরা, সেটা জিততেও পারতাম। একটা খুব ভাল দলের বিরুদ্ধে খেলা ওই সিরিজটা থেকে আমার ব্যক্তিগত প্রাপ্তি কিন্তু কিছু কম নয়। দল হিসেবেও অনেক কিছু শিখেছি।’’
খাজা মনে করেন, তিনি যেভাবে ওই ওয়ানডে সিরিজটা খেলেছেন, তাতে তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে। অস্ট্রেলিয়ার এই মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, ‘‘আমি হয়তো বড় কোন ইনিংস খেলতে পারিনি, কিন্তু যেভাবে ব্যাট করেছি, তাতে আত্মবিশ্বাস বেড়েছে।’’
ভারত সফর নিয়ে কী ভাবছেন? খোয়াজা বলেছেন, ‘‘ব্যাট করার জন্য ভারত ভাল জায়গা। ওখানে রান পাওয়া যায়। ওই সফরের দিকে তাকিয়ে আছি।’’
ভারত সফরে মিচেল স্টার্কের অনুপস্থিতিতে বোলিং আক্রমণের দায়িত্ব সামলাতে হবে প্যাট কামিন্সকে। এদিন অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হিসেবে অ্যালান বর্ডার পদক জিতে নিলেন এই পেসার। পরে কামিন্স বলেন, ‘‘গত বছরে চোট সমস্যায় আক্রান্ত হয়েছিলাম। তবে নিজের ওপর আস্থা ছিল, ঠিক ফিরে আসব। সেটাই হয়েছে। এখন সব কিছুই ঠিকঠাক হচ্ছে।’’
কামিন্স মনে করেন, বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারাটা তাঁর সাফল্যের পিছনে কাজ করেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ