পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির ক্রিকেট বোর্ডের কোন বিষয়ে হস্তক্ষেপ করেন না বলে জানিয়েছেন পিসিবি'র চেয়ারম্যান এহসান মানি।
সোমবার মানি বললেন, ‘‘ইমরান পাকিস্তান ক্রিকেটের উন্নতি চান। কিন্তু কোন রকম রাজনৈতিক হস্তক্ষেপ চান না। নিজে থেকে বোর্ডের কাজে হস্তক্ষেপও করেন না। আমাদের স্বাধীন ভাবে কাজ করতে দেন ইমরান।’’
পিসিবি'র ‘পেট্রন-ইন-চিফ’ ইমরান গত বছরই চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছিলেন মানিকে। নাজম শেঠি অবসর ঘোষণা করার পরেই এই সিদ্ধান্ত নেন বর্তমান প্রধানমন্ত্রী। সে দিন থেকে পিসিবি'কে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত করার চেষ্টা করেছেন মানি।
তাঁর কথায়, ‘‘আমাকে ঘরোয়া ক্রিকেটের কাঠামো উন্নত করে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পিসিবি'কে বিশ্বের আদর্শ ক্রিকেট বোর্ড হিসেবে গড়ে তোলার দায়িত্বও আমার।’’
মানি আরও জানিয়েছেন, ইমরান চান পাকিস্তান আরও ধারাবাহিক দল হয়ে উঠুক। যা বাকিদের কাছে উদাহরণ হয়ে উঠবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ