আর্সেনালের সঙ্গে ১১ বছরের সম্পর্ক ছেদ করতে যাচ্ছেন অ্যারোন রামসি। ২০০৮ সালে কার্ডিফ সিটি থেকে আর্সেনালে যোগ দিয়েছিলেন তিনি। এরপর গার্নার্সদের হয়ে তিনি ১১ বছরে প্রিমিয়ার লিগে ২৫৬ ম্যাচ খেলেছেন এই ফুটবল তারকা।
আগামী জু্লাইয়ে ইংলিশ ক্লাব ছেড়ে তিনি যোগ দিবেন ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব জুভেন্টাসে। সোমবার জুভেন্টাস নিশ্চিত করেছে যে ওয়েলস মিডফিল্ডারকে চার বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে তারা। রামসিও অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন।
রামসি আর্সেনাল ও আর্সেনালের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এক টুইট করে বলেছেন, ‘আপনারা আমাকে কিশোর বয়সে স্বাগত জানিয়েছিলেন। এরপর থেকে আমি এখানে নানা ভালো ও খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছি। আসলে অত্যন্ত সাহস নিয়ে বলছি যে ১১টি অবিশ্বাস্য বছর নর্থ লন্ডনে কাটিয়ে আমি আর্সেনাল ছাড়ছি।’
বিবিসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, রামসি সপ্তাহে ৪ লাখ ডলার (৩ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৬০০ টাকা) বেতন পাবেন। যা তাকে মূল বেতনের দিক দিয়ে সবচেয়ে বেশি আয়কারী ব্রিটিশ খেলোয়াড়ে পরিণত করতে যাচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ