আফগানিস্তানের ১৭ বছর বয়সী স্পিনার মুজিব উর রহমানকে ২০১৯ টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য দলে ভিড়িয়েছে কাউন্টি ক্রিকেট ক্লাব মিডলসেক্স। মুজিব হলেন মিডলসেক্সের কোচ স্টুয়ার্ট ল এর প্রথম সাইনিং। তিনি জানুয়ারিতে কোচ হিসেবে যোগ দিয়েছেন।
মুজিবের প্রশংসা করে কোচ বলেন, ‘আসলে এটা অত্যন্ত আনন্দের বিষয় যে মুজিব আমাদের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে সম্মতি জানিয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে তার রেকর্ড অসাধারণ। তাছাড়া তার ইউনিক স্পিন বল মোকাবেলা করা কঠিন। আমি নিশ্চিত মিডলসেক্সের খেলোয়াড় ও কোচিং স্টাফরা তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে।’
মিডলসেক্সের হয়ে খেলতে মুখিয়ে আছেন মুজিবও। তিনি বলেন, ‘ভিটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আবার লর্ডসে খেলতে পারাটা আমার জন্য হবে দারুণ কিছু। আশা করছি দল হিসেবে আমরা সাফল্য অর্জন করতে পারব।’
উল্লেখ্য, অবশ্য মুজিব এবারই প্রথম কাউন্টি ক্রিকেটে খেলছেন না। গত বছর তিনি হ্যাম্পশায়ারের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ