পুরো ৯০ মিনিটই দূর্দান্ত খেলেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা আবাহনী। মোটামুটিভাবে ঘরের মাঠে বিধ্বস্তই করেছে মতিঝিল ক্লাব পাড়ার দল আরামবাগ ক্রীড়া সংঘকে।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ২-১ গোল হজম করে মাঠ ছাড়ে মারুফুল হকের শিষ্যরা।
ম্যাচের ১৪ মিনিটে আরামবাগের স্ট্রাইকার আরিফের শটে গোলরক্ষক শহিদুল আলম সোহেলের হাত ফসকে বল চলে যায় আবাহনীর জালে। এগিয়ে গেলেও বেশিক্ষণ নিজেদের রক্ষণদূর্গ আগলে রাখতে পারেনি রবিউল হাসানরা। ৩২ মিনিটে ফ্রি কিকে ম্যাচে সমতায় ফেরায় নাবীব নেওয়াজ। বক্সের বাইরে থেকে মাপা শটে আরামবাগের জালে বল ঢুকিয়ে আকাশী নীলরা গোল উৎসবে মাতে। এর ৬ মিনিট পর আবারও নাবীব নেওয়াজ লাল জার্সিধারীদের জালে বল জড়ান। সেট পিসে আবারও জীবন নৈপুর্ন্য লিড নেয় আবাহনী।
গোল শোধে মরিয়া আরামবাগ দ্বিতীয়ার্ধে ছোট ছোট কয়েকটি আক্রমণ করলেও ফিনিশিং দূর্বলতায় সমতায় ফিরতে পারেনি। অতিরিক্ত সময়ে আরামবাগের আরিফের ক্রসে পল এমিলি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে শেষতক হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়ে মারুফুল হকের শিষ্যরা।
এই জয়ের ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ অবস্থানে থাকলো আরামবাগ। আর সমান সংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান ধরে রেখেছে ঢাকা আবাহনী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন