জয়ের প্রত্যাশা নিয়ে নেপিয়ারের মাঠে স্বাগতিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিম মর্তুজা। তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল। একাদশে নেই রুবেল হোসেন। চার পেসার নিয়ে নিয়ে এক্দাশ সাজিয়েছে নিউজিল্যান্ড দল।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মেহেদী মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান
নিউজিল্যান্ড একাদশ-
মার্টিন গাপটিল, হেনরি সিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম লাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্রান্ডহমি, মিচেল স্যান্টনার, লকেই ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর