মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের নকআউট পর্বে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে মুখোমুখি হয় দুই ইউরোপিয়ান জায়ান্ট ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ফরাসি জায়ান্ট পিএসজি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইংলিশদের ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনলের পথে একধাপ এগিয়ে গেছে প্যারিস-সেন্ট-জার্মেইন।
প্রসঙ্গত, কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই দুই দলের প্রথম লড়াই ছিল। অন্যদিকে, এর আগে ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোনো ফরাসি ক্লাবই ম্যানউইকে তাদের মাটিতে কখনোই হারাতে পারেনি।
ওল্ড ট্রাফোর্ডে মাচের শুরু থেকেই সমান আধিপত্য দেখায় দুই দলই। প্রথমার্ধে বার বার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কেউই। বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় অতিথি দলটি। তাই সাফল্য পেতেও সময় নেয়নি ফরাসি জায়ান্টরা। ৫৩ মিনিটে কর্নার থেকে ডি মারিয়ার বাড়িয়ে দেওয়া বল ফাঁকায় দাড়িয়ে থাকা প্রেসনেল কিমপেমবের পা ছুঁয়ে জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি।
লিড পেয়ে আক্রমণের ধার বাড়িয়ে দেয় টিউসেলের শিষ্যরা। ৬০ মিনিটে ডি মারিয়ার বাড়ানো বল ম্যানইউ জালে জড়ান এমবাপ্পে। রেড ডেভিলসের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি।
এরপর আর ম্যাচেই ফিরতে পারেনি ম্যানইউ। উল্টো ম্যাচের ৮৮ মিনিটে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানইউ’র ফরাসি তারকা পল পগবা। শেষ পর্যন্ত নেইমার-কাভানিকে ছাড়াই ২-০ গোলের জয় পায় পিএসজি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ