শ্রীলঙ্কার বিপক্ষে বাকি দুই ওয়ানডের জন্য প্রোটিয়া দলে ডাক পাওয়ার পরই নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তারকা ব্যাটসম্যান হাশিম আমলা। অসুস্থ বাবার পাশে থাকার জন্য দল থেকে ছুটি চেয়ে নিয়েছেন আমলা।
দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজি বলেন, ‘শেষ দুই ম্যাচের জন্য আমলা আমাদের কাছ থেকে ছুটি চেয়েছে। তার বাবা এখন গুরুতর অসুস্থ। আমাদের দোয়া এবং শুভকামনা থাকবে আমলা ও তার পরিবারের প্রতি। আশা করি শীঘ্রই এ কঠিন সময় কাটিয়ে উঠবেন তারা। আমরা তার অবস্থা বুঝতে পারছি, অবশ্যই সবার আগে যে কারো পরিবার।’
আমলাকে জায়গা করে দিতে শেষ দুই ওয়ানডের জন্য বাদ পড়েছিলেন রেজা হেন্ডরিকস। তবে আমলা সরে দাঁড়ানোয় পুনরায় রেজা হেন্ডরিকসকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার পরিবর্তিত স্কোয়াড
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), রেজা হেন্ডরিকস, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ইমরান তাহির, অ্যাইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্ৎজে, আন্দিলে ফেলুকায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, রাসি ফন ডার দুসেন এবং ডেল স্টেইন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ