ফর্মের তুঙ্গে রয়েছেন অস্ট্রেলীয় ওপেনার উসমান খাজা। ভারত সফরে এসে স্বাগতিকদের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ধারাবাহিক রান করে যাচ্ছেন পাকিস্তানের বংশোদ্ভূত এ ওপেনার।
সিরিজ নির্ধারণী ম্যাচ খাজার ব্যাটে ভর করে শুরুটা দারুণ করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সম্ভাবনা জেগেছিল সাড়ে তিনশ রানের সংগ্রহ দাঁড় করানোর। কিন্তু পরের ব্যাটসম্যানরা হতাশ করায় ২৭২ রানের বেশি বাড়েনি সফরকারীদের পুঁজি। তবে ব্যাট হাতে রেকর্ড ঠিকই করে ফেলেছেন পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খাজা।
চলতি সিরিজের পাঁচ ম্যাচে উসমান খাজার রানগুলো হলো যথাক্রমে ৫০, ৩৮, ১০৪, ৯১ ও ১০০। নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুই সেঞ্চুরিসহ মোট ৩৮৩ রান করেছেন বাঁহাতি এ টপঅর্ডার। আর এতেই গড়েছেন রেকর্ড।
ভারতের বিপক্ষে পাঁচ বা তার কম ম্যাচের সিরিজে খাজার চেয়ে বেশি রান করতে পারেননি আর কোনো ক্রিকেটার। এতদিন ধরে রেকর্ডটি ছিলো কেন উইলিয়ামসনের দখলে। ২০১৩-১৪ মৌসুমে নিজেদের মাঠে ৫ ম্যাচের সিরিজের সবকয়টি ম্যাচে ফিফটি করা উইলিয়ামসন মোট করেছিলেন ৩৬৩ রান। তার এ রেকর্ড আজ নিজের করে নিয়েছেন খাজা।
এদিন উদ্বোধনীতে অ্যারন ফিঞ্চের সঙ্গে ৭৬ রানের জুটি গড়েন। ২৭ রানে অধিনায়ক ফিঞ্চ আউট হলেও ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন খাজা। এরপর হ্যান্ডসকম্বকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে গড়েন ৯৯ রানের জুটি। এই জুটিতে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ভুবনেশ্বর কুমারের বলে কোহলির হাতে ক্যাচ তুলে দেন। তার আগে ১০৬ বলে ১০টি চার ও দুটি ছক্কায় ১০০ রান করেন খাজা।
এছাড়া পিটার হ্যান্ডসকম্ব ৫২, ঝাই রিচার্ডসন ২৯ এবং অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে আসে ২৭ রান। ২-২ সমতায় থাকা সিরিজটি জিততে ভারতকে করতে হবে ২৭৩ রান।
ভারতের পক্ষে বল হাতে ভুবনেশ্বর কুমার নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া মোহাম্মদ শামী ও রবিন্দ্র জাদেজা নিয়েছেন ২টি করে উইকেট।
টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে ৮টি সেঞ্চুরিতে ২ হাজার ৭৬৫ রান করা উসমান, শুক্রবার ওয়ানডেতে পেলেন প্রথম সেঞ্চুরি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন