বগুড়ার বাড়ির পাশে ও নিজের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করলেন জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য ব্যাটসাম্যান উইকেট রক্ষক মুশফিকুর রহীম মিতু।
স্কুলটি শিক্ষার্থীরা ৪৮ তম ক্রীড়া উৎসবে ক্রিকেটার মুশফিকুর রহীম মিতুকে পেয়ে বেশ আনন্দিত হয়ে উঠে। এইসময় শিক্ষার্থীরা উৎসব আমেজে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। ক্রিকেটার মুশফিকুর রহীম এর হাত থেকে পুরস্কার পাবে ভেবে সকলেই ক্রীড়া প্রতিযোগিতায় সিরিয়াস হয়ে অংশগ্রহণ করে।
ক্রিকেটার মুশফিকুর রহীম মিতুর বাড়ির সাথে লাগানো স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি মুশফিকুরের পিতা বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আব্দুল হামিদ তারা। মিতুও এই স্কুলে অল্প কিছু সময় লেখাপড়া করেছেন। এই স্কুলের পর তিনি বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং পরে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেন।
বুধবার বগুড়া সদরের মাটিডালী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুল মাঠে অনুষ্ঠিত ৪৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠাননে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আলতাব হোসেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী সমাজ সেবক আব্দুল হামিদ তারার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জাতীয় পতাকা উত্তোলনের পর উক্ত অনুষ্ঠান বেলুন ও সুখের প্রতিক পায়রা উড়িয়ে উদ্বোধন শেষে খেলায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক ও অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ক্রিকেটার মুশফিকুর রহিম মিতু, জেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আমান উদ্দিন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ মেজবাহ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জিয়াউর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাল মিয়া সহ ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ। শেষে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন