কোপা আমেরিকার সেমিফাইনালে বুধবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। তার জের ধরে মেসিদের পাল্টা হুমকি দিয়ে রাখলেন ব্রাজিলীয় তারকা গ্যাব্রিয়েল জেসুস। যিনি শুনিয়ে দিয়েছেন, তাঁদের দুর্ভেদ্য রক্ষণ ভেঙে গোল করতে হলে মাথার ঘাম পায়ে ফেলতে হবে মেসি, আগুয়েরোদের।
তিনি বলেছেন, ‘‘আমাদের বিরুদ্ধে গোল পেতে হলে মেসি, আগুয়েরোদের যথেষ্ট ঘাম ঝরাতে হবে। কারণ আমাদের রক্ষণ দিয়ে পানি গলাও কঠিন।’’ যোগ করেছেন, ‘‘আমরা জানি আর্জেন্টিনা শুরু থেকেই আক্রমণে আসবে। কিন্তু আমাদের রক্ষণ এমন পোক্ত যে, সেই আক্রমণ রোখার ক্ষমতা তারা রাখে। বহুদিন বাদে আমরা একটা প্রতিযোগিতায় খেলছি, যেখানে কোন গোল খায়নি ব্রাজিল।’’
উল্লেখ্য, চলতি কোপা আমেরিকায় গ্রুপ লিগের তিনটি ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালে ব্রাজিল রক্ষণ গোল খায়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ