ভারতের ভবানীপুরে বক্সিং ক্লাবে অনুশীলন করার সময় রিংয়েই জ্যোতি প্রধান (২০) নামে এক নারী বক্সারের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় ভারতের ভবানীপুর এ ঘটনা ঘটে। অনুশীলনের সময় জ্যোতি প্রধানের সঙ্গী ছিলেন সুরজ সিংহ, শিবমকুমার সিংহ।
এ বিষয়ে তারা জানান, জ্যোতি বিকাল ৫টায় রিং-এ নেমে তিন মিনিট করে পরপর দুই বার পাঞ্চিং ব্যাগে ঘুষি মারা অনুশীলন করছিলেন। মাঝখানে এক মিনিট করে বিশ্রামও নিচ্ছিলেন। তৃতীয় বার অনুশীলন করার পরে বিশ্রাম নিতে গিয়ে পানির গ্লাস তুলে নিয়েছিলেন হাতে। তারপরেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে জ্যোতিকে দেখে ডাক্তারেরা তাকে মৃত ঘোষণা করেন।
জ্যোতির বাবা রাজুপ্রসাদ প্রধান বললেন, জ্যোতি চার মেয়ের মধ্যে ছোট। কয়েক মাস আগে ওর জন্ডিস হয়েছিল। লিভার বড় হয়ে গিয়েছিল। চিকিৎসার পর সুস্থ ছিল। কিন্তু কী যে হলো।
মেয়েদের সিনিয়র বিভাগে রাজ্য চ্যাম্পিয়ন ছিলেন জ্যোতি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন