বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের নোয়াখালী ভেন্যুতে আজ বৃহস্পতিবার ইসমাইল বাঙ্গুরার হ্যাটট্রিকের সুবাদে টিম বিজেএমসিকে ৪-৩ গোলে পরাজিত করেছে নোফেল স্পোটিং ক্লাব।
১৮ মিনিটের সময় নোফেলের আশরাফুলের ডান পাশ থেকে ক্রস করলে ইসমাইল বাঙ্গুরা গোল করে দলকে এগিয়ে নেন। ২৪ মিনিটের সময় আশরাফুলের দূরপাল্লার শর্ট বিজেএমসির গোল রক্ষক ফিরিয়ে দিলে কর্ণার পায় নোফেল। কর্ণার কিক থেকে ইসমাইল বাঙ্গুরার হেড জালে জড়ায়। ফলে নোফেল ২-০ গোলে এগিয়ে যায়। ৩৬ মিনিটের সময় কর্ণার কিক থেকে হেডের মাধ্যমে গোল করে ইসমাইল বাঙ্গুরা তার হ্যাটট্রিক পূর্ণ করেন।
গত খেলায় রহমতগঞ্জের বিরুদ্ধেও হ্যাটট্রিক করেন ইসমাইল বাঙ্গুরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে বিজেএমসি গোল করার আপ্রাণ চেষ্টা চালায়। ৫৬ মিনিটের সময় ওটাবেক গোল করে ব্যবধান কমান ৩-১। ঠিক এর পরেই নোফেলের আশরাফুল দূর পাল্লার শর্টে গোল করে দলকে আবারও এগিয়ে নেন ৪-১। ৭৩ মিনিটের সময় ওটাবেকের বাকানো ফ্রি কিক নোফেলের গোল রক্ষককে হতভম্ব করে জালে ঢুকলে ব্যাবধান হয় ৪-২। খেলার যোগ হওয়া অতিরিক্ত সময়ে বিজেএমসির এক ফরোয়ার্ডকে নোফেলের বক্সে ফাউল করলে পেনাল্টি পায় বিজেএমসি। অধিনায়ক কিংস্ লে গোল করে ব্যবধান কমলেও ৪-৩ গোলে জয় পায় নোফেল স্পোটিং ক্লাব।
বিডি প্রতিদিন/এনায়েত করিম