হাতছানি ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেই সেই সম্ভাবনা বাস্তবায়িত করলেন বিরাট কোহলি। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানের রেকর্ড ব্যবধানে পরাজিত করে ভারত। বিদেশের মাটিতে এটি এখনও পর্যন্ত ভারতের সব থেকে বড় টেস্ট জয়।
দলের এমন অনন্য নজির গড়ার দিনে অধিনায়ক কোহলি টপকে গেলেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। অধিনায়ক হিসাবে বিরাট ব্যক্তিগত মাইলস্টোন স্থাপণ করেলন অ্যান্টিগায়। কোহলির নেতৃত্বে বিদেশের মাটিতে এটি ভারতের ১২ নম্বর টেস্ট জয়। এই হিসাবে তিনি পিছনে ফেলে দেন সৌরভকে।
সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারতীয় দল বিদেশের মাটিতে ২৮টি টেস্টের মধ্যে ১১টি ম্যাচে জয় তুলে নেয়। কোহলি এই নিয়ে দেশের বাইরে মোট ২৬টি টেস্টে নেতৃত্ব দিলেন জাতীয় দলকে। অর্থাৎ বিদেশে সব থেকে বেশি টেস্ট জেতা ভারতীয় ক্যাপ্টেনে পরিণত হলেন বিরাট।
মহেন্দ্র সিং ধোনি বিদেশে ৩০টি টেস্টে ক্যাপ্টেন্সি করেছেন। জিতেছেন মাত্র ৬টি ম্যাচে। তিনি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। রাহুল দ্রাবিড় দেশের বাইরে ১৫টি টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন পাঁচটি ম্যাচে। বিদেশে সাফল্যের নিরিখে তিনি হলেন ভারতের চতুর্থ সেরা অধিনায়ক৷
রদিকে, অধিনায়ক হিসাবে সার্বিক ম্যাচ জেতার হিসাবে মহোন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেললেন কোহলি। মহেন্দ্র সিং ধোনি ৬০টি টেস্টে ক্যাপ্টেন্সি করেছেন। ভারত ম্যাচ জিতেছে ২৭টি। হেরেছে ১৮টি টেস্টে। ড্র হয়েছে ১৫টি ম্যাচ। কোহলি এই নিয়ে ভারতীয় দলকে ঘরে-বাইরে ৪৭টি টেস্টে নেতৃত্ব দিলেন। তাতে ভারত জয় তুলে নিয়েছে ২৭টি ম্যাচে। হেরেছে ১০টি টেস্টে আর ড্র হয়েছে ১০টি টেস্ট।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ