ফুটবল তারকা নেইমারের আগেই অভিনতো হিসেবে রুপালি পর্দায় অভিষেক হয়েছে। ২০১৭ সালে ট্রিপল এক্স: রিঅ্যাক্টিভেট সিনেমায় অভিনয়ের পর এবার নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজে অভিনয় করার সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্ম দিলেন তিনি। জনপ্রিয় স্প্যানিশ নেটফ্লিক্স সিরিজ ‘লা কেসা দে পাপেল’ কিংবা 'মানি হেইস্ট'-এ ‘সন্ন্যাসী’ চরিত্রে অভিনয় করেছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। সম্প্রতি এ ওয়েব সিরিজের একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তোলে।
এর আগে, ওয়েব সিরিজটির দুইটি পর্ব প্রচারিত হলেও সেখানে নেইমারের কোনো দৃশ্য রাখা হয়নি। তৎকালীন ধর্ষণের মামলায় অভিযুক্ত থাকায় তাকে দেখাতে পারেনি নেটফ্লিক্স। তবে মামলা থেকে এখন রেহাই পাওয়ায় নেইমারকে পরের পর্বগুলোতে দেখা যাবে। এ সিরিজে তার সঙ্গে থাকছেন পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পেও। ইতিমধ্যে এই স্প্যানিশ নেটফ্লিক্স সিরিজের নেইমারের দুটি ডায়ালগ প্রকাশ্যে এসেছে। এক দৃশ্যে সিরিজের অন্যতম প্রধান চরিত্রকে তিনি বলছেন, ফুটবল বা পার্টি কোনোটাই আমি পছন্দ করি না। আরেক চিত্রে হালের ক্রেজ বলছেন, বিশ্বকাপে আমি সবসময় দলের জন্য প্রার্থনা করেছি।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে 'মানি হেইস্ট' এর তৃতীয় সিজনের ৬ ও ৮ নম্বর পর্বে ‘জন’ চরিত্রে যথাক্রমে ৩ মিনিট ৪৩ সেকেন্ড ও ১ মিনিট ৫৯ সেকেন্ড অভিনয় করেন নেইমার। ‘জন’ হচ্ছেন একজন সন্ন্যাসী, যে একটি অপরাধী চক্রের নতুন সদস্য। চক্রটি ব্যাংক অব স্পেন লুট করে। তারই সূত্র ধরে এগোয় অপরাধবিষয়ক জনপ্রিয় এই সিরিজটি। সূত্র : স্পোর্টস বাইবেল।
বিডি-প্রতিদিন/শফিক