পারফরম্যান্স করতে পারছি না বলেই পরিকল্পনাগুলো ব্যর্থ হয়েছে। নিজের উপর চাপ নিয়ে খেলি বলেই স্বাভাবিক খেলা খেলতে পারছি না। টার্গেট বেশি বলেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা হয়েছে। বৃষ্টির আশা করছি।
চট্টগ্রামে টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব বলেন, বিসিবি যে ধরনের সুযোগ-সুবিধা দেয় তাতে পারফরম্যান্স আরও ভালো হওয়া উচিত ছিল। এছাড়া টেস্টে জয়ের জন্য বিশেষ পেসার ও স্পিনার আমাদের নেই।
বিডি প্রতিদিন/আরাফাত