২১ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৫৭

বার্সার ‘বিস্ময় বালক’ ফাতি খেলবেন স্পেনের জার্সিতে

অনলাইন ডেস্ক

বার্সার ‘বিস্ময় বালক’ ফাতি খেলবেন স্পেনের জার্সিতে

বার্সেলোনার ‘বিস্ময় বালক’ আনসু ফাতির ২০১৯/২০ মৌসুমটা রীতিমত অবিশ্বাস্য কাটছে। এবার ফাতিকে নাগরিকত্ব উপহার দিয়েছে স্পেন। ফলে স্পেনের হয়ে খেলতে আর কোনো বাধা রইলো না এই তরুণ প্রতিভার।

গিনি-বিসাউয়ে জন্মগ্রহণকারী ফাতি অনেকদিন থেকেই স্পেনে বাস করছেন। মাত্র ১০ বছর বয়সে বার্সেলোনার খেলোয়াড় গড়ার প্রতিষ্ঠান 'লা মেসিয়া'য় পা রাখেন তিনি। রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার অভিষেকে ১৬ বছর ২৯৮ দিন বয়সে বার্সেলোনার ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল ফাতির। আর পরের ম্যাচে ওসাসুনার বিপক্ষে গোল করে ১৬ বছর ৩০৪ দিন বয়সে কাতালানদের সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে গেছেন ফাতি।

ফাতিকে নাগরিকত্ব দিতে ৩ মাস সময় লাগিয়েছে স্পেন। এর আগে তাকে নিজেদের পাসপোর্ট দিতে চেয়েছিল পর্তুগাল এবং তার জন্মস্থান গিনি-বিসাউ। কিন্তু ফাতি নিজে স্পেনকেই বেছে নিয়েছিলেন। আর তার ইচ্ছেকে প্রাধান্য দিয়েছে স্পেনও।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর