ঘরের মাঠে তিন বছর পর মাঠে নেমে প্রথম বলেই আউট হয়ে সাজঘরের পথ ধরেন পাকিস্তান ক্রিকেটার উমর আকমল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ব্যাট করতে নেমে নুয়ান প্রদীপের বলে গোল্ডেন ডাকে ফেরেন তিনি।
উইকেটে নেমে কিছু বুঝে ওঠার আগেই এলবিডব্লিউ হয়ে মাঠ ত্যাগ করেন ওমর আকমল।
পাকিস্তানের কোচ হিসেবে মিসবাহ-উল-হক নিয়োগ পাওয়ায় আবারও জাতীয় দলের দরজা খুলে যায় উইকেটকিপার ব্যাটসম্যান উমর আকমলের। হারিয়ে যেতে বসা আকমলকে জাতীয় দলে ফেরালেন প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ। অথম তিন বছর পর খেলতে নেমেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই উইকেটকিপার ব্যাটসম্যান
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। লঙ্কানদের দেওয়া ১৬৬ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন