টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৯ বারের দেখায় প্রথমবার জয় পেয়েছে বাংলাদেশ। ৭ উইকেটের এ ঐতিহাসিক জয়ে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিল মাহমুদুল্লাহ রিয়াদের দল।
দিল্লির অরুন জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে তিন ম্যাচে সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মার দলকে হারিয়ে জয়ের সূচনা করলো বাংলাদেশ। এই ম্যাচে মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। ৪৩ বলে ৬০ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছাড়েন 'মিস্টার ডিপেন্ডেবল' মুশফিক। এই জয় মুশফিক উৎসর্গ করলেন তার দেড় বছরের ছেলে মোহাম্মদ শাহরোজ রহিম মায়ানকে।
জয়ের পর ম্যাচ শেষে মুশফিক বললেন, ‘এই জয় আমি আমার ছেলেকে উৎসর্গ করব। ’এই কথা বলে মুশফিক উপস্থিত সাংবাদিকদের সামনে মজার কথাও প্রকাশ করেন।’
ম্যাচ শেষে অরুণ জেটলি স্টেডিয়ামে মুশফিক বলেন, ‘আজকের ইনিংসটি কিংবা আজকের জয়টা কাকে উৎসর্গ করব বললে আমি বলব আমার ছেলের কথা। সে ধীরে ধীরে বড় হচ্ছে, তাকে অনেক বেশি মিস করতেছি।’
তিনি জানান, টিভিতে দেখে এখন তাকে চিনে ফেলেন আয়ান। ‘এখনই টিভিতে যখন আমাকে দেখে সে চিনে ফেলে, এটা কে। এটা আসলেই বেশ আনন্দের, আমি আমার আজকের ফিফটি ও জয় আমার ছেলেকে উৎসর্গ করলাম’-ছেলেকে নিয়ে এভাবেই মজার কথা প্রকাশ করেন মুশফিক।
এক প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘প্রথমেই সৃষ্টিকর্তার কাছে শোকরিয়া। আপনি যেটা বললেন আসলেই বাংলাদেশ ক্রিকেটের জন্য অন্যতম একটি মুহূর্ত, কারণ টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা এমনিতেই পিছিয়ে। আর যেটা বললেন, আমরা আমাদের সেরা দুজন খেলোয়াড়কে ছাড়া খেলেছি; তবে দলের তরুণরা বিশেষ করে বোলাররা ভারতের মতো দলের বিপক্ষে যেভাবে বল করেছে সত্যি অসাধারণ।
প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভার শেষে ৬ উইকেট হারিয় ১৪৮ রান করে ভারত। ১৪৯ রানের লক্ষ্য টাইগাররা স্পর্শ করে ৩ বল বাকি থাকতে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ