টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ভারত ছিল অজেয় একটি দলের নাম। সেই ভারতকে ৭ উইকেটে পরাজিত করে এক ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৯ বারের দেখায় প্রথমবার জয় পেল বাংলাদেশ।
দিল্লির অরুন জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার দুর্দান্ত ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
এর আগে, ২০১৬ সালের ২৩ মার্চ ব্যাঙ্গালুরুতে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে পুরো শক্তির দল নিয়ে মহেন্দ্র সিং ধোনির ভারতকে হাতের মুঠোয় পেয়েও হারাতে পারেনি টাইগাররা। জয়ের দোরগোড়ায় গিয়েও শেষ পর্যন্ত ১ রানের পরাজয়ের বেদনায় মাঠ ছেড়েছিল টাইগাররা।
তিন বছর আগে বিশ্বকাপের ম্যাচে বেঙ্গালুরুতে ৩ বলে ২ রান নিতে না পারার ব্যর্থতার দায় ছিল মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের। নেটিজেনরা তাদের ধুয়ে দিয়েছিল। তিন বছর আগের সেই দায়টা এবার মিটিয়ে দিলেন দুজন।
সেইবার ছক্কা মেরে ম্যাচ শেষ করতে চেয়ে মাহমুদউল্লাহ আর পরে মুশফিক যে ভুলটা করেছিলেন তিন বছর পর সেই মাহমুদউল্লাহই ছক্কা মেরে ম্যাচ জেতালেন। আর তার আগে ভারতীয় পেসার খলিল আহমেদকে টানা চারটি বাউন্ডারি মেরে মুশফিক বুঝিয়ে দিয়েছিলেন বুকের ভেতর জমানো কষ্টটা ভোলেননি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ