পাঁচ ম্যাচ সিরিজে তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানের জয় পেলো নিউজিল্যান্ড।
মঙ্গলবার বাংলাদেশ সময় সকালে নেলসনে মুখোমুখি হয় দু’দল। প্রথমে ব্যাট করা স্বাগতিক নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রানের বেশি করতে পারেনি ইংলিশরা।
এদিন টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে কলিন ডি গ্র্যান্ডহোমের হাফসেঞ্চুরি ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ১৮০ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। অন্যদিকে, ১৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ডেভিড মালান ও জেমস ভিন্সের ব্যাটে ভালোই লড়াই করে ইংল্যান্ড। তবে আর কোনো ব্যাটসম্যান নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারায় জয় পাওয়া হয়নি।
আগামী ৮ নভেম্বর নেপিয়ারে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ