ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় পেয়েছে মুশফিকেরা। ভারতের মাটিতে আরও বড় সাফল্য পাবে বাংলাদেশ বিশ্বাস তরুণ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের।
এবার বাংলাদেশ দলের লক্ষ্য, ভারতের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে ইতিহাস গড়া। গতকাল রাতে দিল্লি থেকে রাজকোটে যাওয়ার আগে সাংবাদিকদের আমিনুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো। পরের ম্যাচে ভালো খেলতে পারলে আশা করি সিরিজ জিতব।
সিরিজের প্রথম ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তরুণ এই স্পিনার। ২২ রানে দুই উইকেট নিয়ে প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
আর নিজের সাফল্য নিয়ে আমিনুল বলেন, ভারত অনেক বড় দল। তাদের সঙ্গে ভালো করা অনেক আনন্দের। আমাদের লক্ষ্য পরের ম্যাচে ভালো করা। আমাদের কোচ ডেনিয়েল ভেট্টোরি আছেন। তার সঙ্গে আলাপ করব, কীভাবে এগোনো যায়, আরো উন্নতি করা যায়।
আগামী বৃহস্পিতবার গুজরাটের রাজকোটের বসছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। দক্ষিণ গুজরাটের আবহাওয়ার পূর্বাভাস বলছে সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে নাও গড়াতে পারে। কারণ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়।
ভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালে গুজরাটে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মহা।
দেশটির তবে আবহাওয়া অধিদপ্তর জানায়, শক্তিশালী এই ঘূর্ণিঝড় ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে। তাই বৃহস্পতিবারের মাচটি নিয়ে শঙ্ক দেখা দিয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত