আগামী ৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে কাতার টি-টেন লিগ। আর প্রথম আসরেই দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। তারা হলেন কিছুদিন আগে নিষিদ্ধ হওয়া পেসার শাহাদাত হোসেন এবং ছক্কা নাঈম ইসলাম।
সাবেক জাতীয় দলের অলরাউন্ডার নাঈম ইসলাম খেলবেন হিট স্টোর্মার্সের হয়ে। আর সাবেক জাতীয় দলের পেসার শাহাদাতকে দলে ভিড়িয়েছে ডেজার্ট রাইডার্স। যদিও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কারণ কয়েকদিন আগেই জাতীয় ক্রিকেট লিগে হাতাহাতিতে জড়িয়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এই পেসার। ফলে কাতার টি-টেন লিগে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে, নাঈমের খেলা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তি পত্রের উপর।
ইতোমধ্যে কাতার টি-টেন লিগকে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে কাতার টি-টেন লিগের প্রথম আসর চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। তবে এখন পর্যন্ত টুর্নামেন্টটির পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/মাহবুব