দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের কুস্তিগীর সুশীল কুমারকে গ্রেফতার করা হয়েছে। সুশীল কুমার তার খুব কাছের বন্ধু অজয় কুমারের সঙ্গে ছিলেন। শনিবার এই দুজনকে পঞ্জাব পুলিশ আটক করার পর দিল্লি পুলিশের হাতে তুলে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুজনকে নয়াদিল্লিতে নিয়ে আসা হয়েছে।
সুশীল কুমারের বিরুদ্ধে ২৩ বছরের কুস্তিগীর সাগর রানাকে খুনের অভিযোগ রয়েছে। ঘটনাটি ৫ মে ছত্রসাল স্টেডিয়ামে ঘটেছিল। খুন, অপহরণ ও অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য সুশীলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
এই ঘটনার পরই আত্মগোপনে ছিলেন সুশীল। পরে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। এমনকি সুশীল কুমারের খোঁজ দেওয়ার জন্য দিল্লি পুলিশ ১ লাখ রুপির পুরস্কারও ঘোষণা করে।
নিহত সাগর দিল্লি পুলিশের একজন হেড কনস্টেবলের ছেলে। প্রাথমিকভাবে পার্কিং নিয়ে বচসা থেকেই ঝামেলার সূত্রপাত বলে শোনা গিয়েছিল। তবে তদন্তে উঠে এসেছে অন্য তথ্যও। সম্পত্তি সংক্রান্ত বিষয়ও নাকি এর সঙ্গে জড়িয়ে আছে। এমনও শোনা যাচ্ছে, শুধু হাতাহাতিতেই বিষয়টি থেমে থাকেনি। গুলিও চালানো হয়েছিল।
এই ঘটনার পরই সুশীল প্রথমেই নিহত সাগর এবং আহত একজনকে তাঁদের আখড়ার কেউ নন বলে দবি করেছিলেন। তাদের বহিরাগত বলে উল্লেখ করেছিলেন। এতেই সন্দেহ তৈরি হয়। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সুশীলও এবং তিনিই নাকি আসল অপরাধী।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ