বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের ২য় ওয়ানডে আজ। মিরপুরে খেলা শুরু দুপুর ১টায়। প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে ১-০ তে এগিয়ে টাইগাররা। তবে আজকের ম্যাচকে ঘিরে দেখা দিয়েছে শঙ্কা, হতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, ম্যাচ চলাকালীন থেমে থেমে বৃষ্টি হতে পারে, এমন কী ভারি বর্ষণও হতে পারে।
তাই মঙ্গলবার বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়তে হবে তৃতীয় পক্ষ বৃষ্টির বিপক্ষেও।
এর আগে রবিবার সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেমে লঙ্কানরা। সফরকারীদের ৮ নম্বর ব্যাটসম্যান ওয়াহিন্দু হাসারাঙ্গার ঝোড়ো ব্যাটিং উপেক্ষা করে শেষ পর্যন্ত ৩৩ রানের জয় পেয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ