শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ২য় ওয়ানডেতে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তবে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের।
টানা তিন চারে দারুণ শুরু করা সাবলীল তামিম ১২ রানের সময় ইনিংসের চতুর্থ বলে ক্যাচ তুলে দেন পয়েন্টে। কিন্তু অ্যাশেন বান্দারা তালুবন্দি করতে পারেননি। এরপর আর বাঁচতে পারেননি; দুশমন্থ চামিরার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেব সাজঘরে। এরপর ক্রিজে নামেন সাকিব আল হাসান। তার দায়িত্ব ছিল দলকে এগিয়ে নেওয়ার। কিন্তু পারলেন না। ফিরলেন খালি হাতে। দুশমন্থ চামিরার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাজঘরে।
মুশফিক-লিটনের ব্যাটে দেখা গিয়েছিল ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। কিন্তু হলো না। বড় ইনিংসের ইঙ্গিত দিয়ে লিটন ফিরলেন সাজঘরে। লাকশান সান্দাকানের আউটসাইড অফের বল কাট করতে চেয়েছিলেন লিটন; কিন্তু পয়েন্ট ধরা পড়েন হাসারাঙ্গার হাতে। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২ চারে ৪২ বলে ২৫ রান।
মোহাম্মদ মিথুনের জায়গায় সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেনও রান পেলেন না। ১২ বলে ১০ রান করে লাকশান সান্দাকানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। বাংলাদেশ হারাল চতুর্থ উইকেট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ