শ্রীলঙ্কার ইনিংসে অভিষেক ওয়ানডে ম্যাচ খেলতে নামা শরিফুলের প্রথম শিকার হলেন লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা। বাংলাদেশের ডানহাতি তরুণ পেসারের তৃতীয় ও ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে তুলে মারতে গিয়ে তামিম ইকবালের হাতে ক্যাচ তুলে দেন শ্রীলঙ্কার ওপেনার।
ওয়ানডেতে এটাই শরিফুলের প্রথম উইকেট। বিদায়ের আগে কুশলের ব্যাট থেকে আসে ১৫ বলে ১৪ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২৫ রান।
এর আগে শুরুতে ব্যাট করে মুশফিকুর রহিমের ১২৫ রানের অসাধারণ ইনিংসে ভর করে সব উইকেট হারিয়ে ২৪৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
শ্রীলঙ্কার ইনিংসে ১০ম ওভারে পেসার মোস্তাফিজুর রহমানকে প্রথমবারের মতো আক্রমণে নিয়ে আসেন তামিম ইকবাল। ৬ রান দেন তিনি এই ওভারে।
১০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৩৮। বাংলাদেশের বোলাররা ভালোই চেপে ধরেছেন লঙ্কান ব্যাটসম্যানদের। পাতুম নিশাঙ্কা ১১ ও গুনাতিলকা ১৩ রানে ব্যাট করছেন।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। ৪৮.১ ওভারে অল আউট হয় ২৪৬ রানে। কায়রিয়ারের অষ্টম সেঞ্চুরি পাওয়া মুশফিক আউট হন বাংলাদেশের সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে। ১২৭ বলে ১২৫ রানের ইনিংসে ১০টি চার হাকান বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে মাহমুদউল্লাহর ব্যাট থেকে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ