মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ১০৩ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তামিমবাহিনী জিতেছিল ৩৩ রানে। টানা দ্বিতীয় জয়ে ১ ম্যাচ হাতে রেখেই লঙ্কানদের বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ ঘরে তুললো টাইগাররা। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের দলে ডাক পেলেন ওপেনার নাঈম শেখ।
সর্বশেষ নিউজিল্যান্ড সফরে দলে ছিলেন নাঈম। কিন্তু সেখানে কোনো ম্যাচ না খেলেই দেশে ফেরেন তিনি। এরপর তার জায়গা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে। কিন্তু শেষ ম্যাচে হুট করেই ডাক পড়ল তার।
লিটন দাস, তামিম ইকবাল ও সৌম্য সরকারের পর ওপেনিং পজিশনে দলের চতুর্থ ব্যাটসম্যান হতে যাচ্ছেন নাঈম শেখ। ধারণা করা হচ্ছে, শেষ ম্যাচে লিটন দাসের বদলে তাকেই একাদশে রাখা হবে।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ